ওয়েবসাইট থেকে কীভাবে সারা জীবন বসে আয় করবেন

য়াবসাইট থেকে বসে আয় করা যায়।ওয়েবসাইট থেকে বর্তমান সময়ে টাকা ইনকামের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।এটি মূলত এমন একটি অনলাইন ইনভেস্টমেন্ট যা দিয়ে আপনি সারা জীবন বসে খেতে পারেন।
ওয়েবসাইট-থেকে-বসে-আয়

কিন্তু সেই জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট দাঁড় করাতে হবে।এবং সেগুলোর কিছু নিয়ম ও শর্ত আছে।চলুন আজ আমরা জানি কেমন করে ওয়েবসাইট দাঁড় করিয়ে ওয়াবসাইট থেকে বসে আয় করা যায়।

সূচিপত্রঃওয়েবসাইট থেকে কীভাবে সারা জীবন বসে আয় করবেন

ওয়েবসাইট থেকে বসে আয়

ওয়েবসাইট থেকে বসে আয় বর্তমান সময়ে একটি জনপ্রিয় আয়ের উৎস ।এর মাধ্যমে আপনি অনেক সহজেই টাকা নয় ডলার ইনকাম করতে পারবেন।যা আপনার জীবনে সহজেই সুন্দর পরিবর্তন এনে দিতে পারে।কিন্তু সেই জন্য আপনাকে জানতে হবে ওয়েবসাইট কী এবং এর ব্যবহার।কীভাবে ওয়েবসাইট থেকে কীভাবে বসে আয় করা যায় তা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কাজটি আপনার জন্য কঠিন হয়ে যাবে।

তাই শুরুতেই আপনাকে এসব সম্পর্কে ভালভাবে জানতে হবে এব আপনি কাজটা কতটা ভালভাবে পারবেন তা আপনাকে বুঝতে হবে।যদি মনে হয় আপনি পারবেন তবেই  আপনি ওয়াবসাইট থেকে বসে আয় করতে পারবেন।এই সময়ে অনেকেই ওয়েবসাইট থেকে বসে আয় করার জন্য নানাভাবে ওয়েবসাইট ব্যবহার করছে।এবং অনেক ভাল ফলাফলও পাচ্ছে।চাইলে আপনি পারতে পারেন।তবে বসে আয় মানেই এই নয় যে আপনি কিছু না করেই ডলার পাবেন।আসুন আসলে কীভাবে ওউয়াবসাইট থেকে বসে আয় করা যায় তা বিস্তারিত জানুন।

ওয়েবসাইট কী

ওয়েবসাইট কী?কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা,ছবি,অডিও,ভিডিও  ও অন্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলে।ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হয়।এর সব কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয়ে থাকে।ওয়েব পৃষ্ঠা মূলত HTML ডকুমেন্ট।

যা HTTP এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত করা হয়ে থাকে।সমস্ত ওয়েবসাইট গুলিকে সাধারণত ইংরেজীতে সংক্ষেপে WWW বা world wide web বলা হয়ে থাকে।যার বাংলা অর্থ বিশ্বব্যাপী জাল।সুতরাং বিশ্বের সকল মানুষই আপনার ওয়েবসাইট টি ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করতে পারবে।এবং আপানার ওয়েবসাইটের সব দেখতে পারবে।

ওয়েবসাইট থেকে কী সত্যিই টাকা ইনকাম করা যায়

ওয়েবসাইট থেকে কী সত্যিই টাকা ইনকাম করা যায়? ওয়েবসাইট এমন একটি বিনিয়োগ যেখানে আপনি টাকা,সময়,জ্ঞান,আপনার মেধা সকল কিছুই বিনিয়োগ করতে পারবেন।এবং একবার পরিশ্রম করে যদি একটি মান সম্পন্ন ওয়েবসাইট তৈরী করতে পারেন তাহলে আপনি সারা জীবন ওয়াবসাইট থেকে বসে আয় করতে পারেন লাখ টাকা। সেই জন্য আপনার ভিজিটর থাকা লাগবে।

আপনি যেমন অফলাইনে একটি প্রতিষ্ঠান বা ব্যবসা চালান,ঠিক তেমনি আপনি অনলাইনেও ওয়েবসাইট চালাতে পারবেন।আপনি আপনার ব্যবসা বা তার সাথে জড়িত কোনো প্রতিষ্ঠানের উপর ভিত্তি করেও ওয়েবসাইট বানাতে পারেন।এতে আপনি আপনার পণ্য বা সেবা সম্পর্কে তথ্য দিয়ে বা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করে আয় করতে পারেন।

ওয়েবসাইট থেকে টাকা আয় করতে চাইলে আপনার করনীয় বিষয়

ওয়েবসাইট থেকে বসে আয় করতে চাইলে আপনার করনীয় বিষয় আছে। ওয়েবসাইট থেকে টাকা আয় করতে চাইলে আপনার করনীয় হলো সবার আগে সুন্দর,উপযুক্ত একটি ওয়েবসাইট খুলতে হবে।এবং আপনি যেটির উপর ভিত্তি করে ওয়েবসাইট খুলতে চাচ্ছেন তার উপর নির্ভর করে সুন্দর একটি নাম দিতে হবে।অবশ্যই আপনার ওয়েবসাইট টি অনেক বেশি চমৎকার,মনোমুগ্ধকর ও আর্কষণীয় হতে হবে।

এর ফলে আপনি অনেক ভিজিটর পাবেন।কারণ আপনি যদি চাহিদা অনুযায়ী,যুগপোযোগী একটি ওয়েবসাইট খুলতে না পারেন তাহলে ভিজিটর পাবেন না।আর ভিজিটর না পেলে ওয়েবসাইট থেকে টাকা কামাই অসম্ভবই বলা চলে।তাই আপনাকে অবশ্যই ভিইজিটররা আপনার ওয়েবসাইটে এসে যেন স্বাচ্ছন্দবোধ করে এবং বার বার আসে এমন একটি ওয়েবসাইট তৈরী করতে হবে।

ওয়েবসাইট-থেকে-বসে-আয়

ওয়েবসাইট থেকে বসে আয় করার উপায়

ওয়েবসাইট থেকে টাকা আয় করার উপায় হিসেবে ওয়েবসাইট খুলে টাকা আয় করা জানা লাগে।ওয়েবসাইট খুলে দিলাম আর যেকোনো কিছু লিখে দিলাম ব্যাপারটা কিন্তু তা নয়।আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কী পারেন?অর্থাৎ কোন বিষয়ে আপনার জ্ঞান ভাল আছে।জীবনে মানুষের জ্ঞানের প্রয়োজনীয়তা অনেক বেশি।জ্ঞান ছাড়া আপনি সব খানেই পিছিয়ে যাবেন।

ধরুন আপনি একজন ব্যবসায়ী।আপনার গয়নার দোকান আছে।এবং আপনি যদি গয়নার ডিজাইন,মান,দাম সম্পর্কে তথ্য দিয়ে রাখেন, আপনার কাছে কোন ডিজাইন গুলো সহজেই মানুষ পেতে পারে বা কোথায় কীভাবে যোগাযোগ করতে পারে এগুলো সম্পর্কে যদি লিখেন আপনার ওয়েবসাইটে ভিজিটরের অভাব হবে না।আপনি দুই ভাবেই টাকা কামাই করতে পারলেন।

আপনি সোনার ব্যাবসায়ী এবং এই বিষয়েই আপনি অধিক পারদর্শী এবং আপনি জানেন যে,কীভাবে এর মার্কেটিং করলে অধিক লাভবান হবেন।এক্ষেত্রে একটি সুন্দর ওয়েবসাইট আপনাকে দুই ভাবে টাকা আয়ের সুযোগ করে দিল।অনলাইনে এবং অফলাইনে আপনার সোনার ব্যাবসাও অনেক বড় হলো।এইভাবে আপনি যা ভাল পারেন তা দিয়েই ওয়েবসাইট থেকে বসে আয় করতে পারেন।

আরও পড়ুনঃ ইমেইল মার্কেটিং এর মাধ্যমে যেভাবে টাকা ইনকাম করবেন

ওয়েবসাইট কত ধরনের হয়

ওয়েবসাইট কত ধরনের হয়? ওয়েবসাইট আমাদের অনেক কাজে আসে।অবশ্যই এর মাধ্যমে আমরা টাকা আয় করি।পাশাপাশা আমরা অনেক কিছু সম্পর্কে অনেক সহজেই জানতে পারছি।আপনার ওয়েবসাইটে লিখালিখির মাধ্যমে আপনি নিজেও অনেক কিছু জানতে পারছেন এবং অন্যকেও আপনার জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।

ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে।প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও অপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।বিভিন্ন কোম্পানী,স্কুল,কলেজ,আদালত,ক্লিনিক ইত্যাদি প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য বিক্রয়ের জন্য ওয়েবসাইট তৈরী করে।তাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ যেন জানতে পারে,তাদের সেবা বা পণ্য সম্পর্কে বিজ্ঞাপণ বা তথ্য দিতে পারে সেই জন্য তৈরী করে।

অন্যটি হলো অপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।এটি সাধারণত নিজের মেধার জোরে জ্ঞান বিলিয়ে টাকা আয় করা হয়ে থাকে।এই ধরণের ওয়েবসাইটে টিপস,ট্রিকস,আইডিয়া,বিনোদন,রেসিপি,জীবনের অভিজ্ঞতা,গল্প ইত্যাদি শেয়ার করে থাকে। 

ওয়েবসাইট থেকে কীভাবে টাকা আয় হয়

ওয়েবসাইট থেকে কীভাবে টাকা আয় হয়? ওয়েবসাইট থেকে টাকা আয়ের অনেক পথ আছে।শুধু আপনাকে দক্ষ ও সৃজনশীল হতে হবে।এবং আপনার জ্ঞানকে সুন্দরভাবে ও গুছিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।এবং জানতে হবে আপনার জ্ঞানকে কোথায়,কেমন করে ও কতখানি তুলে ধরতে হবে।জ্ঞান কে সুন্দরভাবে তুলে ধরার জ্ঞানটাও যদি আপনার থাকে তবেই আপনি সফল হবেন।

  1. নিজের পণ্য বিক্রী করে আয়ঃআপনি যদি ব্যাবসায়ী হয়ে থাকেন তবে আপনার জন্য ওয়েবসাইটে ভজিটর আনা অনেকটা সহজ।অফলাইনে নানা সমস্যার জন্য আপনাকে একদিন অনুপস্থিত থাকা লাগতে পারে।দূরে যেতে পারেন ব্যাবসার কাজে।কিন্তু আপনি তখনও কাছে দূরে ঘরে বসে খুব সহজেই আপনার বিজনেস অনলাইন চালাতে পারেন।এমমকি বিক্রয়ও চালু রাখতে পারেন।
  2. গুগল এডসেন্সের মাধ্যমেঃআপনি গুগল এডসেন্সের মাধ্যমে সহজেই টাকা ইনকাম করতে পারেন।কিন্তু প্রতিদিন আপনার ওয়েবসাইটে নির্ধারিত কিছু ভিজিটর থাকা লাগবে।এর বাইরে আর তেমন কিছু শর্ত নেই।আপনার ওয়েবসাইট টিও নির্দিষ্ট কোনো বিষয়ের উপরও হওয়া লাগবে না।শুধু ভিজিটর থাকতে হবে এবং আপনার সাইটটি চমৎকার হতে হবে।
  3. আর্টিকেল লিখেঃআপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেখানে আপনি সুন্দর আর্টিকেল লিখে ভিজিটর নিয়ে এসে আয় করতে পারেন।অথবা নিজের ব্যাবসার পণ্য সম্পর্কে আর্টিকেল লিখে আপনি টাকা আয় করতে পারেন।অথবা অন্যের কোম্পানীর পণ্য সম্পর্কে আর্টিকেল লিখে আপনি নির্দিষ্ট অংকের একটি টাকা আয় করতে পারেন।তবে আমার মতে নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখা অধিক গুরুত্বপূর্ণ ও লাভজনক।
  4. ওয়েবসাইটের এড স্পেস বিক্রী করেঃওয়েবসাইটে যখন আপানার ভিজিটর বেড়ে যাবে তখন বিভিন্ন কোম্পানী তাদের পণ্যের এডের জন্য আপনার ওয়েবসাইটের সেই ফাঁকা জায়গাগুলো কিনে নিবে।এভাবে আপনি দোকান ভাড়া দেয়ার মত এড স্পেস ভাড়া দিয়ে টাকা আয় করতে পারেন।
  5. এফিলেয়েট মার্কেটিং করে আয়ঃএফিলিয়েট মার্কেটিং করে আপনি টাকা আয় করতে পারেন।কোনো কোম্পানী তাদের পণ্য বা সেবা বিক্রয় করে দিতে বলবে আপনার ওয়েবসাইটের মধ্যে।অবার তার সেই পণ্য সম্পর্কিত তথ্যের লিংক আপানার ওয়েবসাইটে দিয়ে দিতে বলবে।এভাবে আপনি তাদের কাছ থেকে তাদের লাভের কিছু শতাংশ পাবার মাধ্যমে আকা আয় করতে পারেন।
  6. ইমেইল কালেকশন করেঃআমরা সবাই ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড করি।যেমনঃমুভি,গান,গেম,বই,বিভিন্ন ভিডিও তত্যাদি।অনেক সময় এগুলো ডাউনলোড করতে গিয়ে আপানার কাছে ইমেইল চায়।এটি আসলে কেন চায়?কারণ এর মাধ্যমে তারা ইমেইল সংগ্রহ করে।ইমেইল মার্কেটিং করার জন্য বিভিন্ন কোম্পানীর ইমেইলের প্রয়োজন হয়।কারণ এভাবে তারা তাদের পণ্যের বিজ্ঞাপণ পাঠায় ঐ সকল ইমেইল আইডিতে।আপানার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে তার মাধ্যমে আপনি ইমেইল সংগ্রহ কর্নিসেগুলো বিক্রয় করতে পারেন সেই সকল কোম্পানীতে যাদের এগুলো দরকার।

ওয়েবসাইট ও ব্লগ ওয়েবসাইট কী

ওয়েবসাইট ও ব্লগ ওয়েবসাইট কী? ওয়েবসাইট থেকে বসে আয় করতে গেলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।ওয়েবসাইট বিভিন্ন রকম হয়ে থাকে তার মধ্যে ব্লগ ওয়েবসাইট একটি।ব্লগ ওয়েবসাইটে আপনাকে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর লিখালিখি করতে হবে।আর ওয়েবসাইটে তেমন কোনো পরিবর্তন করা লাগে না।

আপনি দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন।যেটাই করুন না কেন আপনাকে অবশ্যই আপনার কাজের মাধ্যমে ভিজিটর নিয়ে আসতে হবে।ভিজিটর ছাড়া ওয়েবসাইট অচল।আপনি এক টাকাও আয় করতে পারবেন না।সেই জন্য আপনাকে মানুষের চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরী করতে হবে।

ওয়েবসাইট নাকি ব্লগ ওয়েবসাইট

ওয়েবসাইট নাকি ব্লগ ওয়েবসাইট? অনেকেই ওয়েবসাইট এবং ব্লগ ওয়েবসাইটের পার্থক্য বুঝতে না সিদ্ধান্ত নিতেও ভুল করেন।বুঝতে পারেন না কোনটি তার জন্য উপযুক্ত এবং কোনটা বেশি লাভজনক।আসলে দুটোতেই ভিজিটর লাগবে।কিন্তু বিজ্ঞাপণ বা ব্যাবসার মাধ্যমেই যেহেতু আপনি আয় করতে চাচ্ছেন সেহেতু আপনার জন্য ব্লগিংই ভাল।এর মাধ্যমে আপনি নিয়মিত লেখালিখি করবেন।

এতে প্রতিদিন নতুন নতুন ভিজিটর আসবে আপনার লেখা পড়ার জন্য এবং পুরনোদের আপনার লেখা পছন্দ হলে বা তারা যদি লাভবান হয় তাহলে আবার আসবে আপনার ওয়েবসাইটে।এজন্য আপনাকে অবশ্যই অনেক ভাল মানের এবং কার্যকরী লিখালিখি করতে হবে।তবেই আপনি ভিজিটর ধরে রেখে 

ওয়েবসাইটে কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে

ওয়েবসাইটে কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে? ওয়েবসাইটে আপনাকে অবশ্যই কিছু জিনিস এড়িয়ে যেতে হবে।অশালীন,আক্রমণাত্মক,বাজে কনটেন্ট দেয়া যাবে না।এমন কিছু দেয়া যাবে না যা থেকে মানুষ ভাল কিছুই শিখতে পারবে না।উল্টা খারাপ হবে।অন্যের মান হানি হয় বা ক্ষতি হয় এমন কিছু করা যাবে না

অবশ্যই ভুল ও মিথ্যা তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে।প্রাতিষ্ঠানিক ভিজিটরদের এক পণ্য দেখিয়ে অন্যটা দেয়া যাবে না।অর্থাৎ প্রতারণা করা যাবে না।তানা হলে আপনি আপনার ভিজিটরদের বিশ্বাস হারাবেন এবং খারাপ রিভিউ পাবেন।এতে আপনার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না।

ওয়েবসাইট-থেকে-বসে-আয়

ব্লগ বা ওয়েবসাইটের বিষয় নির্বাচন করবেন যেভাবে

ব্লগ বা ওয়েবসাইটের বিষয় নির্বাচন করবেন যেভাবে। ব্লগ বা বিষয় নির্বাচনের ক্ষেত্রে তেমন বিশেষ কোনো নিয়ম কানুন নাই।বা আপনাকে যে একটি বিষয়ের উপরই লিখতে হবে বা নির্দিষ্ট কথা দিয়েই লিখতে হবে ব্যাপারটা তা না।শুধুমাত্র আপনাকে কিছু টিপস ও শর্ত মেনে ব্লগ ওয়েবসাইট করা লাগবে।

  1. আপনি ভাল জানেন বা যেই বিষয়ে আপনার ভাল জ্ঞান আছে সেই বিষয়ের উপর আপনি লিখালিখি করে ওয়েবসাইট করতে পারেন।উন্নত মানের লিখা হতে হবে।সেখান থেকে মানুষ যেন কিছু শিখতে পারে বা বিনোদন নিতে পারে।
  2. আপনি কোনো কাজ ভাল পারেন।সেটা আপনি কীভাবে করেন এবং কীভাবে সেই কাজে সফলতা আসে,আপনি কীভবা সফল হয়েছেন এগুলো শেয়ার করে যদি আপনি লিখালিখি করেন মানুষ আপনার লিখা পড়ার জন্য ওয়েবসাইটে আসবে।
  3. আপনি হাতের কাজ,রান্না,বাগান করা,পড়াশোনার কোনো বিষয়ে ভাল হলে সেটি একজন শিক্ষকের মত করে বুঝিয়ে লিখে ব্লগ ওয়েবসাইট করতে পারেন।অথবা আপানার ঘোরাঘুরি ভাল লাগে।এখন কোথায় কীভাবে যেতে হয় বা কোথায় কোন বাজেটের মধ্যে মানুষ সহজেই যেতে পারে এগুলা লিখালিখি করে যদি ব্লগ ওয়েবসাইট করেন তাহলে সহজেই সফল হবেন।এভাবেই আপনি আপনার জ্ঞান কে কাজে লাগিয়ে ভাল টাকা আয় করতে পারেন।

সফল হবার জন্য কতদিন সময় লাগে

সফল হবার জন্য কতদিন সময় লাগে? ওয়েবসাইটের মাধ্যমে আপনি কতদিনে সফল হবেন এটার নির্দিষ্ট কোনো নিয়ম বা সময় নেই।আপনি যত ভাল কাজ করতে পারবেন,যত তড়াতাড়ি ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং তাদের ধরে রাখতে পারবেন আপনি ততো তাড়াতাড়ি টাকা য় করতে পারবেন।

কারো ৬ মাস লাগে,কারো ১ বছর লাগে,কারো ২ বছর লাগে।আবার কারো এই সময়েও হয় না।তবে ৬ মাসের মধ্যেও ওয়েবসাইটকে একটি অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।বা এর থেকেও কম সময় লাগতে পারে।আপনার ওয়েবসাইট কতদিনে ভাল পর্যায়ে যাবে তা আপনার পরিশ্রম,দক্ষতা ও কাজের নিপুণতার উপর নির্ভর করে।

ইতিকথাঃওয়েবসাইট থেকে কীভাবে সারা জীবন বসে আয় করবেন

ওয়েবসাইট সারা বিশ্বে এখন বেশ প্রচলিত।এবং এই পদ্ধতিটি যেমন মানুষ কে টাকা আয়ে সাহায্য করছে,ঠিক তেমনি মানুষের জীবনকে নানাভাবে সহজও করে দিয়েছে।কারণ মানুষ খুব সহজেই এখন একটা ক্লিকেই সব কিছু খুঁজে পাচ্ছে।মানুষের ব্যাবসা,শিক্ষা,ধর্মীয় জ্ঞান,জীবনের অনুভূতি,অভিজ্ঞতার প্রসার ঘটেছে।

মানুষ তা প্রয়োগ করে অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে।আমার কাছে ওয়েবসাইটের থেকে ব্লগিং ওয়েবসাইট বেশি পছন্দের।আমি নিজেও ব্লগ ওয়েবসাইট পরিচালনা করি।এবং এরই মাধ্যমে অপ্রাতিষ্ঠানিক  ভাবে ভিজিটর আনা সম্ভব।

ভিজিটর হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণ।ওয়েবসাইট হলো সোনার ডিম পাড়া একটি হাঁসের মত।যা দিয়ে আপনি শুয়ে বসে টাকা আয় করতে পারেন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই।উপরে কথাগুলো যদি আপনি ভালভাবে বুঝে থাকেন তাহলে খুব সহজেই আপনি কম সময়ে ওয়েবসাইটের মাধ্যমে অতি দ্রুত টাকা আয় করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url