গেস্ট ব্লগিং কী ও এর সুবিধা অসুবিধা

গেস্ট ব্লগিং কী ও এর সুবিধা অসুবিধা সম্পর্কে ব্লগিং করতে চাইলে আপনাকে অবশ্যই জানা উচিত। আপনি আসলেই কতটা লাভবান হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন বা আদৌ ক্ষতিগ্রস্ত হবেন কিনা সেটি আপনার জানা অত্যন্ত জরুরী। এক কথায় যে কোন কিছু করার আগে সে সম্পর্কে আপনাকে সর্বোচ্চ জানতে হবে।
গেস্ট-ব্লগিং-কী
শুধু গেস্ট ব্লগিংই নয় জীবনের যেকোনো ক্ষেত্রেই যে কোন কাজে আপনার জানা উচিত সেই কাজে সর্বোচ্চ লাভ কতটুকু এবং সর্বোচ্চ ক্ষতি কতটুকু হতে পারে। এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সবসময় সাহায্য করবে। এবং ক্ষতি থেকে যখন লাভের পরিমাণটা বেশি হবে এবং লাভ হওয়ার সম্ভাবনা টাই সর্বোচ্চ হবে তখনই আপনার সেই সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত।

সূচিপত্রঃ গেস্ট ব্লগিং কী ও এর সুবিধা ও অসুবিধা

গেস্ট ব্লগিং কী

গেস্ট ব্লগিং কী? সহজ করে বললে গেস্ট ব্লগিং অর্থ অন্যের সাইটে পেটড গেস্ট হয়ে তার জন্য আর্টিকেল লিখে দেওয়া। অর্থাৎ তার ওয়েবসাইটের জন্য আপনাকে আর্টিকেল লিখে দিতে হবে। এবং এর বিনিময়ে আপনি মাসের শেষে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা পাবেন। গেস্ট ব্লগিংয়ে আপনার লাভ এতটুকুই যে, আর্টিকেল লিখে দিয়ে আপনি কিছু পরিমাণে লাভবান হলেন।

আপনার লিখে দেয়া আর্টিকেলে সেই সাইটের মালিকের কতটুকু লাভ হলো বা একটুও হলো না বা অনেক লাভ হলো এর সাথে আপনার কোন সম্পর্ক থাকবে না। আপনি মাসের শেষে গিয়ে নির্দিষ্ট পরিমাণে অর্থ পেতেই থাকবেন। কিন্তু দেখা গেলে আপনার লিখে দেয়া আর্টিকেল দিয়ে সেই সাইটের মালিক মাসের শেষে অতিরিক্ত পরিমাণে আয় করতে পারে। সেই তুলনায় আপনি অন্যের জন্য আর্টিকেল লিখে অনেক কম টাকা পাবেন।

গেস্ট ব্লগিং কেন করবেন

গেস্ট ব্লগিং কেন করবেন? গেস্ট ব্লগিং করলে আপনি আর্টিকেল লেখায় অনেক বেশী অভিজ্ঞ হয়ে উঠবেন। এতে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। আর্টিকেল লেখার মাঝে কোনো কমতি থাকলে লিখতে লিখতে আপনি আপনার সেই কমতি গুলোকে ঠিক করে নিতে পারবেন। আর্টিকেল লিখতে লিখতে আপনি এই ব্যাপারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন দিনে দিনে।

এছাড়াও এর অন্যতম একটি সুবিধা আছে। সেটি হল আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিছু লিংক পাবেন। এতে আপনার সার্চ ইঞ্জিন ভালো পোষ্টের জন্য সিগন্যাল পাবে। এছাড়াও আপনি কিছু ফ্রী ট্রাফিক পাবেন। যা আপনার ওয়েবসাইট কে বুস্ট করার জন্য অনেক বেশি কাজে লাগবে। এবং আপনার পোষ্টের র‍্যাংকিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম

গেস্ট ব্লগিং এর সুবিধা সমূহ

গেস্ট ব্লগিংয়ের সুবিধা সমূহ রয়েছে। এখন এখন আমি আপনাকে এই ব্যাপারে বিস্তারিত জানাবো। আপনি যখন কোন কাজের সুবিধা গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন তখন সেই কাজে আপনার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। এবং যে কোন কাজে উন্নতির জন্য আপনার ভালো আগ্রহ অনেক বেশি প্রয়োজন। আগ্রহী মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়।

  1. লেখক হিসেবে প্রকাশের সুযোগঃ গেস্ট ব্লগিং কী ও এর সুবিধার মধ্যে লেখক হিসেবে নিজেকে প্রকাশের সুযোগ রয়েছে। এটি আপনার জন্য একটি অনেক ভালো সুযোগ। এর মাধ্যমে আপনি যার জন্য লিখবেন তারও যেমন ভালো পরিচিতি দান করবে, তেমনিভাবে লেখক হিসেবে আপনারও ভালো সুনাম হবে। এর মাধ্যমে আপনার নিজস্ব যদি ওয়েবসাইট থেকে থাকে সেটিরও প্রচারণা হয়ে যাবে।
  2. আপনার আর্টিকেলের মান উন্নয়নঃগেস্ট ব্লগিং কী এটি জানার পরে আপনি যখন গেস্ট ব্লগিং করতে যাবেন, তখন অন্যের সাইটে আর্টিকেল লিখতে লিখতে এই ব্যাপারে আপনি অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। কারণ এটি আপনাকে বেশি বেশি অনুসরণ ও চর্চা করতে শেখাবে। যার ফলে দিনে আপনার লেখার মান ও পরিধি দুটোই অনেক বেশি বাড়তে থাকবে।
  3. ভরসার জায়গা তৈরি হবেঃগেস্ট ব্লগিং করার মাধ্যমে আপনি এর ছোট পৃথিবীতে যখন প্রবেশ করবেন তখন আপনার সীমানা এর মধ্যেই থেকে যাবে না। আপনি আর্টিকেল লেখার মাধ্যমে দিনে দিনে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন। লেখার মান উন্নয়ন হবে, আপনার ভালো পরিচিতি বাড়বে। যা পরে আপনাকে আরো অনেক জায়গা থেকে কাজের সুযোগ তৈরি করে দিবে। এর ফলে আপনি অনেকের কাছে ভরসার পাত্র হয়ে উঠবেন।
  4. আর্টিকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাবেঃআপনি যত বেশি আর্টিকেল দেখতে থাকবেন। তত বেশি আর্টিকেল ভালো হতে থাকবে। এতে আপনি যার জন্য লেখালেখি করবেন তার সাইটের ভিজিটর বাড়বে। এর মাধ্যমে আপনার সাইটেরও প্রচারণা হবে এবং সবাই আপনার সাইট ঘুরে দেখতে চাইবে। ফলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
  5. সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হবেঃআমাদের দেশের মানুষ বেশিরভাগ সময় অনলাইনের জগতে ডুবে থাকে। সোশ্যাল মিডিয়ায় আপনি যখন আপনার লেখাগুলো শেয়ার করবেন অথবা নিজেকে গেস্ট ব্লগার হিসেবে পরিচয় দিবেন বা কাজের জন্য বিজ্ঞাপন দিবেন তখন মানুষের কাছে আপনার আর্টিকেল খুব সহজেই পৌঁছে যাবে। এভাবে আপনার একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হবে।
  6. দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠাঃগেস্ট ব্লগিং কী শুরুতেই আপনি জেনেছেন। এর ফলে আপনি যখন অন্যের সাইটে লেখালেখি করবেন তখন তার মাধ্যম থেকে অন্য সাইটের লোকও আপনার সম্পর্কে জানতে পারবে এবং আপনাকে হায়ার করতে চাইবে। এছাড়াও আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিতে নিজের বিজ্ঞাপনের মাধ্যমে বলতে পারেন যে আপনি অতিথি ব্লগিং করতে আগ্রহী। এর ফলে দ্রুত আপনার যোগাযোগ প্রতিষ্ঠা হবে।

গেস্ট ব্লগিংয়ে কোনো ঝুঁকি নাই

গেস্ট ব্লগিংয়ে কোনো ঝুঁকি নাই।গেস্ট ব্লগিং কী তা আপনি এতক্ষণে নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে গেছেন। আপনি যখন অন্যের সাইটের জন্য আর্টিকেল লিখে দিবেন তখন আপনার কাজ শুধু আর্টিকেল লেখাই হবে। তার বিনিময়ে আপনি টাকা পাবেন। এই জিনিসটাই আপনার জন্য একদমই নির্ধারিত।

এতে আপনি যার জন্য আর্টিকেল লিখে দিলেন তার ক্ষতি হলো নাকি লাভ হল এটি আপনার দেখার বিষয় নয়। আর্টিকেল লিখে দিলেন মানে আপনি আপনার পেমেন্ট পেয়ে গেলেন। ফলে মাসের শেষে গিয়ে আপনাকে কোনো ঝুঁকের সম্মুখীন হতে হবে না। বা যার জন্য আপনি আর্টিকেল লিখলেন সে যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভারও আপনার থাকবে না।

গেস্ট-ব্লগিং-কী

গেস্ট ব্লগিং এর অসুবিধা

গেস্ট ব্লগিং এর অসুবিধা রয়েছে। এর সব থেকে বড় অসুবিধা হলো একটা ভালো মানের আর্টিকেল থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যায়। আর আপনি অনটাইম কিছু পরিমাণে টাকা পাবেন। এর ফলে তারা  লাইফ টাইম অনেক টাকা ইনকাম করবে। আর আপনি সাময়িক কিছু টাকা পাবেন। এতে তার লাভের পরিমাণটা বেশি হবে।

অন্যদিকে সে একই আর্টিকেল যদি আপনি আপনার সাইটে লিখে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন, তারা নিঃসন্দেহে আপনি বেশি লাভবান হলেন। তার মানে আর্টিকেল লিখলে নিজের সাইটেই লেখাটা বেশি উত্তম বলে আমি মনে করি। এবং অবশ্যই অধিক পরিমাণে লাভজনক। তাই চেষ্টা করবেন নিজের ওয়েবসাইট খুলে সেখানে আর্টিকেল লেখা।

আরও পড়ুনঃ ওয়েবসাইট থেকে কীভাবে সারা জীবন বসে আয় করবেন

নিজের ওয়েবসাইট নাকি অন্যের ওয়েবসাইটে লিখবেন

নিজের ওয়েবসাইট নাকি অন্যের সাইটে লিখবেন? আমার নিজের মতামত অনুযায়ী আপনি যদি শুরুর দিকে হয়ে থাকেন, অর্থাৎ আপনি শিখছেন এমন পর্যায়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অন্যের সাইটে আর্টিকেল লেখা লেখি করতে হবে। কারণ প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক ভুল থাকতে পারে। 

অন্যের সাইটে লেখালেখির মাধ্যমে বা গেস্ট ব্লগিং এর মাধ্যমে আপনি আপনার ভুলগুলো সংশোধনের সুযোগ ও সময় দুটোই পাচ্ছেন। কিন্তু আপনি যখন আর্টিকেল লেখায় অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন তখন অবশ্যই আপনার নিজের সাইটে আর্টিকেল লেখালেখি করতে হবে। এতে আপনি বেশি লাভবান হবেন। তার মানে দক্ষ না হওয়া পর্যন্ত আপনার অন্যের সাইটে লেখালেখি করাটাই সঠিক সিদ্ধান্ত হবে।

গেস্ট ব্লগিং কীভাবে করবেন

গেস্ট ব্লগিং কীভাবে করবেন? গেস্ট ব্লগিং কি তা আপনি শুরুতেই জানতে পেরেছেন। এখন এই কাজটি কীভাবে করবেন? এতে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে বা আইডিতে ব্যানারের মাধ্যমে প্রচার করতে পারেন যে,আপনি গেস্ট ব্লগিংয়ে আগ্রহী। এছাড়া বিভিন্ন জনপ্রিয় ব্লগ ওয়েবসাইট খুঁজে বের করবেন।

তাদের ইমেইল, ফেসবুক পেজ বা যোগাযোগের বিভিন্ন মাধ্যম জোগাড় করে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করে জানতে চাইবেন তারা গেস্ট ব্লগিং এলাও করে কিনা। বেশিরভাগ জনপ্রিয় ওয়েবসাইট গুলো গেস্ট ব্লগিং এলাও করে। এর মাধ্যমে আপনি তাদেরকে লেখালেখি সাবমিট করে ইনকাম করতে পারেন।

তাছাড়া আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে আপনার আর্টিকেলগুলো বিক্রী করতে পারেন। এবং আর্টিকেল বিক্রীর সবথেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। আপনি যদি ফাইবারে গিয়ে শুধুমাত্র বাংলা কনটেন্ট লিখে সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক ব্যক্তিরা কাজ করে। দেখবেন আপনি সেখানে গিয়ে অনেকে অনেক রকমের রিভিউ পেয়ে থাকেন। অর্থাৎ আপনি ফাইবারে আপনার আর্টিকেলগুলো বিক্রী করতে পারেন।

আপনি চাইলে পার্ট টাইম হিসেবেও এটি করতে পারেন। সেই জন্য গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা আর্টিকেল লিখে আয়  পেমেন্ট বিকাশ লিখে আয় বা কনটেন্ট লিখে আয়। অনেকগুলো ওয়েবসাইট চলে আসলে সেখানে গিয়ে আপনি দেখবেন কীভাবে গেস্ট ব্লগিং এর মাধ্যমে ইনকাম করবেন। এভাবে সার্চ দিয়ে আপনি সেখানে লেখালেখি জমা দিয়ে আয় করতে পারেন।

গেস্ট-ব্লগিং-কী

শেষকথাঃগেস্ট ব্লগিং কী ও এর সুবিধা অসুবিধা

গেস্ট ব্লগিং করে আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে লেখালিখি করে টাকা ইনকাম করতে পারেন।এর মাধ্যমে আপনি যেমন ভাল একটা অর্থ ইনকাম করতে পারবেন,তেমনি আপনি দিনে দিনে একজন ভাল লেখক হিসেবেও গড়ে উঠবেন।আপনার লেখার মান ধীরে ধীরে বাড়তে থাকবে।সারা জীবনের জন্য এটি ভাল না হলেও সারা জীবন ভাল করার জন্য কিছু সময় এটি আপনার করা উচিত।

কিন্তু আমি মনে করি প্রাথমিক পর্যায়ে এটি আপনার জন্য ভাল হলেও সারাজীবনের জন্য গেস্ট ব্লগিং ভাল নয়।সারা জীবন গেস্ট ব্লগিং আপনাকে আগানোর থেকে পিছিয়ে দিবে।বরং নিজের ওয়েবসাইট খুলে আপনাকে সেখানে লেখালিখি করা উচিত।এতে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।আর সেই জন্য আপনাকে শুরুতে গেস্ট ব্লগিং করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url