হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ব্যবহারের নিয়ম
সূচিপত্রঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম কী
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুম তৈরীর নিয়ম
- নর্থ আমেরিকাতে মেসেঞ্জার রুম এর ব্যবহার
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম কেন ব্যবহার করবেন
- এই মেসেঞ্জার রুম সম্পর্কে জুকারবার্গের ধারণা
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ব্যবহারের সতর্কতা
- এই রুম ব্যবহারের সুবিধা গুলো কেমন
- লেখকের মন্তব্যঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম কী
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুমস কী? কোভিড ১৯ চলাকালীন সময়ে মানুষকে ঘরে বসে অফিসের কাজ করতে হয়েছিল। সেই সময় থেকে এর ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। বলা চলে ভিডিও কনফারেন্সিং পরিষেবা গুলো বিশাল আকারে বুম দেখেছিল। সকলের বাড়ি থেকে কাজ করার আগ্রহ জুমকে সে সময়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।জুমের এই সাফল্য দেখে অন্য প্রতিযোগীরা ঝাঁপিয়ে পড়ে। ২০২০ সালের মে মাসে ফেসবুক মেসেঞ্জার রুম ঘোষণা করে।
তারা একসাথে ৫০ জন ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং এটির কোন সীমাবদ্ধতা তারা রাখেনি।সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ওই সময় ঘোষণা করেছিল মেসেঞ্জার রুমগুলিকে whatsapp এবং instagram এর সাথে যোগ করা হবে। আমরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ভিটা এবং instagram live দেখতে পেয়েছি। কিন্তু নতুন করে এখন হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপের মাধ্যমে মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন চালু করা হয়েছে।
আপনি আপনার মেসেঞ্জার রুম চালু করার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব ইন্টারফেস এর একটি
বাটনে ক্লিক করুন। কিন্তু একদম শেষ পর্যন্ত কাজটি সম্পাদনেরজন্য আপনাকে
ওয়েবসাইটে যাওয়া লাগবে। এ প্রক্রিয়াটি আপনাকে বাড়তি ক্লিকের ঝামেলা থেকে
বাঁচিয়ে দিবে। আপনি যদি খুব সহজেই whatsapp ওয়েব এর মাধ্যমে খুব সহজে
মেসেঞ্জার রুম করতে চান তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুম তৈরীর নিয়ম
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুম তৈরীর নিয়ম। নিচের নিয়মগুলি
অনুসরণ করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব আপডেট করা
হয়েছে কিনা। কর না থাকলে অবশ্যই করে নিতে হবে। আপনার ওয়েব রিলিজ আপডেট করার
জন্য অবশ্যই পৃষ্ঠাটিকে রিফ্রেশ করে নিতে হবে। আপনি যদি অনেকদিন পৃষ্ঠাটি রিফ্রেশ
করে না থাকেন বা না জানেন তাহলে অবশ্যই আপনাকে কোন একটি ভিডিও দেখে শিখে নিতে
হবে।। এবার নিচের নিয়মগুলি অনুসরণ করুন।
- আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবং উপরে বাম দিকের থ্রি ডটস আইকনে ক্লিক করুন।ক্লিক করার পরে আপনি সেখানে Create a room অপশনটি New group এবং Profile এর মাঝখানে দেখতে পাবেন।আপনি এটাচমেন্ট এর নিচে গ্রুপ এবং আলাদা আলাদা মাঝখানে নতুন রুম আইকন খুঁজে পাবেন।আপনি স্টেপ ২ অথবা স্টেপ ৩, ২টির যেকোনো একটিতে ক্লিক করে কন্টিনিউ ইন মেসেঞ্জার পপ আপ দেখতে পারেন।
- রুম এর প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাকে ফেসবুক মেসেঞ্জার এর মধ্যে নিয়ে যাওয়া হবে। আপনি যদি আগে থেকে না জেনে থাকেন যে, যেসব ব্যবহারকারীরা অনেকগুলো বন্ধুদের সাথে বড় একটি গ্রুপে অডিও বা ভিডিও কলে কথা বলতে চাইছেন ,হোয়াটসঅ্যাপ তাদেরকে দ্রুত শর্টকাট মেসেঞ্জার রুম অফার করছে।
- আপনি Create room as a (Facebook name) একটি অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করার পরে আপনার কাছে মাইক্রোফোন এবং ক্যামেরার পারমিশন চাইবে। আপনার মেসেঞ্জার রুমটি এখন তৈরি। এখন আপনি আপনার ইনভাইট লিংকটি শেয়ার করে ৫০ জন ব্যবহারকারীর সাথে আপনার মিটিং উপভোগ করুন। যদি আপনার ইনভাইট লিংকটি লিক আউট হয়ে থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিতে চাই যে, আপনার কলে জুম বোমা ঠেকাতে আপনি সকল অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করুন এবং লক রুম করে রাখুন।
- যদি আপনার গ্রুপে আটজনের ও বেশি বন্ধু থেকে থাকে তাহলে খুব সহজেই মেসেঞ্জার রুম তৈরী করুন এবং আপনার ভিডিও কলটি উপভোগ করুন। মেসেঞ্জার রুমগুলি অ্যাপ গেম, ফিল্টার এবং নানা ধরনের ফিচারের সাথে তৈরী করা হয়েছে।
নর্থ আমেরিকাতে মেসেঞ্জার রুম এর ব্যবহার
নর্থ আমেরিকাতে মেসেঞ্জার রুম এর ব্যবহার বেশ ভালো। ফেসবুক মেসেঞ্জার রুম এর টেলি কনফারেন্সিং সার্ভিস এখন সারা US, কানাডা এবং মেক্সিকো ব্যাপী বেশ প্রচলিত। অফিসিয়ালি একটি ফেসবুক পোস্টে কোম্পানির কো-ফাউন্ডার এবং সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন যে, সারা বিশ্বব্যাপী সকল ফেসবুক ব্যবহারকারীরা ব্যাপকভাবে এটি ব্যবহার করতে পারবেন।সারা বিশ্বব্যাপী এমনিতেও মেসেঞ্জার রুম বেশ সহজলভ্য।
এবং কোম্পানি এটিকে সম্পূর্ণ করার জন্য হোয়াটসঅ্যাপ ও instagram সহ অন্যান্য অনলাইন সেবার মধ্যে অন্তর্ভূক্ত করেছে। এক সময় ঘোষণা করা হয়েছিল যে, সামাজিক যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছে এই মেসেঞ্জার রুম গ্রুপ ভিডিও চ্যাট পরিসেবা। বিভিন্ন ব্যবসার মিটিং এর জন্য জুম, স্কাইপ এবং অন্যান্য জনপ্রিয় টেলিকনফারেন্সিং অ্যাপ গুলি ডিজাইন করা হলেও, মেসেঞ্জার রুমগুলি গ্রাহকদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। যা মানুষকে দূর থেকে তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে।
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম কেন ব্যবহার করবেন
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম কেন ব্যবহার করবেন? এর মাধ্যমে আপনি ফেসবুক মেসেঞ্জার থাকুক বা না থাকুক রুম তৈরী করে আপনি কাজে লাগাতে পারেন। এবং আপনি আপনার পছন্দের যে কাউকে আমন্ত্রণ জানাতে পারেন। তাদের যদি ফেসবুক একাউন্ট না থাকে তারপরও আমন্ত্রণ জানাতে পারবেন। এর একটি ভাল দিক হলো রুম গুলির কোনো বয়সসীমা নেই। এবং আপনি একসাথে ৫০ জনেরও বেশি লোককে host করতে পারবেন।
চ্যাট রুমগুলি আপনি বিভিন্ন নিউজফিড, ইভেন্ট এবং গ্রুপের মাধ্যমে শুরু করে ভাগ
করে দিতে পারেন। এর ফলে আপনি চ্যাটের মধ্যে অনায়াসেই অন্য নতুন লোকদেরকে যুক্ত
করতে পারবেন। করোনা ভাইরাসের মহামারীর সময়কালে বাড়িতে বসে সহজে অফিশিয়াল এবং
ব্যবসায়িক মিটিং গুলোর জন্য মেসেঞ্জার রুম আদর্শ হয়ে উঠেছিল। করোনা ভাইরাসের
সময়কালে সামাজিক দূরত্বের কারণে মেসেঞ্জার রুম গুলির লঞ্চ জুম এবং স্কাইপ এর মত
ভিডিও চ্যাট অ্যাপগুলি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করে। কারণ লক্ষ লক্ষ
ব্যবহারকারী সে সময় পাওয়া গিয়েছিল।
এই মেসেঞ্জার রুম সম্পর্কে জুকারবার্গের ধারণা
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম সম্পর্কে জুকারবার্গের ধারণা খুব ভালো ছিল। তিনি মনে করতেন অন্যান্য ভিডিও কলিং অ্যাপগুলির মধ্যে থেকে এই অ্যাপটি অনেক বেশি সুন্দর এবং মজার। কারণ অন্য ভিডিও কনফারেন্সিং টুলের জন্য আগে থেকে প্রস্তুতির দরকার ছিল। কিন্তু এই অ্যাপে কোন শিডিউল না করেই যেকোনো সময় মিটিং শুরু করা যেতে পারত।
এবং আমার মতে জুকারবার্গের ধারণা খুব একটা ভুলও ছিল না। সে সময় এটি ব্যাপক
জনপ্রিয়তা লাভ করেছিল। এবং মানুষ প্রফেশনাল কাজের বাইরেও মজা করা ও সময় কাটানোর
জন্য ব্যাপক হারে এই অ্যাপটি ব্যবহার করেছিল। এটি ব্যবসায়িক, অফিশিয়ালি এবং
শিক্ষা ব্যবস্থাতেও ব্যাপক পরিবর্তন এনেছিল। যা করোনা কালীন সময়ে অনেক বেশি
দরকার ছিল। সেই এটি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ব্যবহারের সতর্কতা
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে। এটি আসলে এন্ড ইনক্রিপটেড। কিন্তু এন্ড টু এন্ড ইনক্রিপটেড নয়। তাই গোপন ও গুরুত্বপূর্ণ মিটিং এখানে না করাই উত্তম। এখানে যে কারোর সহজে জয়েন করার সম্ভাবনা আছে। স্বাভাবিক এবং বিদ্যালয়ের মিটিং ও ক্লাসগুলির জন্য এটি বেশ উত্তম ছিল। এটি মূলত বিনোদন এবং স্বাভাবিক কর্মকান্ডের জন্য উত্তম।
এটি ব্যবহারের সময় আপনাকে অবশ্যই সিকিউরিটি সম্পর্কে অবগত হয়ে কাজ করা উচিত।
এমন কোনো মিটিং এ রুমে করা উচিত নয় যেখানে আপনার প্রাইভেসি হ্যাম্পার হতে পারে।
কারণ অনলাইনে কোন কিছুই একশ ভাগ সিকিউর নয়। সবার আগে অবশ্যই আপনার নিরাপত্তা ও
গোপনীয়তার হেফাজত করা উচিত। এমন কি পেশাগত কোন গোপন আলাপ এই ভিডিও কলে করা উচিত
নয়। আপনি চাইলে এখানে যে কাউকে বের করার জন্য লক রুম অপশন চালু করে দিতে
পারেন।
এই রুম ব্যবহারের সুবিধা গুলো কেমন
এই রুম ব্যবহারের সুবিধা গুলো কেমন? এটি ব্যবহারের সুবিধা অনেক ভালো। করোনা কালীন
সময়ে এটির ব্যবহারের ফলে ব্যবসা এবং চাকরির কাজ গুলো অনেকে সহজ হয়ে গিয়েছিল।
ঘরে বসেই মানুষ তাদের পেশাগত কাজগুলো সম্পাদনের চেষ্টা করেছিল। এর মাধ্যমে
শিক্ষা ব্যবস্থাও থেমেছিল না। ছাত্র ছাত্রীরা এই রুম ব্যবহার করে তাদের ক্লাস
করেছিল। সে সময় বিভিন্ন অনলাইন কোর্স অনেক বেড়ে গিয়েছিল।
এমনকি তারা তাদের টিউশনিও করতে পেরেছিল। ছাত্র-ছাত্রীরা এই ভিডিও কলের মাধ্যমে
নানা প্রজেক্ট এর কাজক সম্পাদন করতে পেরেছিল। বিভিন্ন অনলাইন কোর্স চালু হয়েছিল
সেই সময়। ঘরে বসেই মানুষ তাদের পেশাগত কাজের সমস্যার সমাধান করতে পেরেছিল। এবং
দূরে আত্মীয়স্বজনের বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ রাখতে পেরেছিল। সেই করোনাকালীন
বিরক্তিকর সময়ে এই রুম ব্যবহার করে ভালো বিনোদনও নিয়েছিল।
লেখকের মন্তব্যঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম
ঘরে বসে যে কোনো কাজকে সহজ করার জন্য এবং দূর থেকে সকলের সাথে যোগাযোগের জন্য এই মেসেঞ্জার রুমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এর ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা করোনা কালীন সময়ে থমকে যায়নি। এমনকি আর্থিক অবস্থাও থেমে থাকেনি। এটি ওই সময়ে বিভিন্ন দেশে ঘরে বসে আর্থিক এবং রাজনৈতিক মিটিং সম্পাদনে সবথেকে বড় ভূমিকা রেখেছিল। যা ওই সময়ে মানুষের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছিল।
সবকিছুরই খারাপ দিক থাকে। এর মাধ্যমে সাময়িক বা টুকিটাকে কাজ সম্পাদন করা গেলেও, লেনদেন বা অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কাজ এর মাধ্যমে করা সম্ভব নয়। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কিছুটা চালানো গেলেও পরীক্ষা নেয়া সম্ভব ছিল না। তবুও সে সময়ে এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যাপক ছিল। এবং এটি অনেক কাজেও এসেছিল। এমনকি মানুষের বিনোদনের খোরাক হয়েও দাঁড়িয়ে ছিল।
রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url