বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম রয়েছে।আর্টিকেল শব্দের অর্থ নিবন্ধ।কোনো নির্দিষ্ট বিষয়ে গুছিয়ে সুন্দর করে বিভিন্ন মাধ্যমে বিস্তারিত বর্ণনা করাকেই আর্টিকেল বলে।আর্টিকেলে পড়ার মাধ্যমে আপনি যেমন তথ্য সম্পর্কে জানতে পারেন ঠিক তেমনি আপনি লিখার মাধ্যমেও আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।
সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার ব্যাপারে লক্ষনীয় বিষয়
- বাংলা আর্টকেল লেখার নিয়ম ও অত্যান্ত প্রয়োজনীয় বিষয়
- বাংলা আর্টিকেল লিখার নিয়মের ক্ষেত্রে প্রথম ধাপ কোনগুলো
- স্ক্রিনশট দেয়ার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম ১
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম ২
- বাংলা আর্টিকেল লাখার নিয়ম ৩
- ইতিকথাঃবাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার কিছু নিয়ম কানুন আছে। আপনি চাইলে যেকোন ভাবে লিখে দিতে পারেন না। লিখলেও সেটি পর্যাপ্ত পরিমাণে র্যাংক হবে না। আপনি যখন নিয়ম মেনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাংলা আর্টিকেল লিখবেন তখন সে আর্টিকেল দেখে ও পড়ে ভিজিটররা অনেক বেশি খুশি হবে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম এক কথায় আপনার আর্টিকেলের সৌন্দর্যকে বৃদ্ধি করবে।
অবশ্যই আপনার আর্টিকেলের আসল সৌন্দর্য হবে আপনার সঠিক জ্ঞান। কিন্তু আপনার জ্ঞানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারাটা আরো বেশি উপযুক্ত। এবং এটি আপনার ওয়েবসাইটে ভিজিটরদের স্থায়ীভাবে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনাকে অবশ্যই আর্টিকেল লেখার নিয়ম মানার ব্যাপারে বেশ সচেতন হতে হবে।
বাংলা আর্টিকেল লেখার ব্যাপারে লক্ষনীয় বিষয়
আমাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখা উচিত যে,আমরা যদি গুগলের নিয়ম মেনে বাংলা আর্টিকেল লিখি,তবে আমরা তা খুব সহজেই র্যাংক করাতে পারব।আমরা অনেক সময় এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখার নিয়মকে না বুঝেই গুরুত্ব দিয়ে থাকি না।বা এসইও ফ্রেন্ডলি করে বাংলা আর্টিকেল লিখি না।
ফলে আমরা র্যাংক করাতে পারিনা আমাদের পোস্টকে।অথচ খেয়াল করলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে, মাত্র কয়টা পোস্ট দিয়েও আমরা অনেক ইনকাম করতে পারি।যদি আমরা বাংলা আর্টিকেল লিখার নিয়ম মেনে লিখি ।তাই আমাদের আজকের বিষয় হচ্ছে কীভাবে আমরা একটি এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লিখব।
বাংলা আর্টকেল লেখার নিয়ম ও অত্যান্ত প্রয়োজনীয় বিষয়
বাংলা আর্টিকেল লিখার নিয়মের ক্ষেত্রে প্রথম ধাপ কোনগুলো
বিষয় নির্বাচনঃ বাংলা আর্টিকেল লেখার নিয়মের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে বিষয় নির্বাচন।এবং অবশ্যই সেটি এসইও ফ্রেন্ডলি হতে হবে।বাংলা আর্টিকেল লিখার নিয়মের মধ্যে বিষয় নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।কারণ উত্তম বিষয় নির্বাচন আপনার লেখার বিষয়বস্তু ও উদ্দেশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে।এবং এটিই আপনার আর্টকেল লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।
সুন্দর একটি ভূমিকাঃ সুন্দর একটি ভূমিকা আপনার আর্টিকেল কে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে।বাংলা আর্টিকেল লিখার নিয়মের মধ্যে সুন্দর একটি ভূমিকা অবশ্যই প্রয়োজন।যেন পাঠক দুই তিন লাইনের মধ্যেই আপনার আর্টিকেল সম্পর্কে সুন্দর একটি ধারণা পায়। সুন্দর ভূমিকা আপনার আর্টিকেলের আকর্ষণ বাড়ায়।
আর্টিকেলের প্রধান বিষয়বস্তু পরীষ্কারভাবে তুলে ধরাঃ আর্টিকেলের মধ্যে অবান্তর ও অপ্রয়োজনীয় কথা বলে দীর্ঘ ও বিরক্তিকর করে লিখা যাবে না।প্রধান বা মূল বিষয়বস্তু সুন্দরভাবে গুছিয়ে ফুটিয়ে তুলতে হবে।এতে পাঠক আপনার বাংলা আর্টিকেল পড়তে আগ্রহী হবে ও আবারও সে আপনার আন্য কোনো আর্টিকেল পড়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে।
বাংলা আর্টিকেল লেখার বিষয়বস্তু নিয়ে গবেষণা করাঃ আপনাকে অবশ্যই বাংলা আর্টিকেল লেখার পূর্বে আপনার আর্টিকেলের বিষয়বস্তু নিয়ে ভালভাবে গবেষণা ও নোট ডাউন করতে হবে।এতে আপনার বাংলা আর্টিকেল নির্ভুল ও সুন্দর হবে। এবং একটি নির্ভুল ও সুন্দর আর্টিকেল আপনার লেখার মানকে অনেক বেশি উপরে নিয়ে যাবে। যা আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়।
আর্টিকেল টাইটেল নির্বাচনঃ আপনাকে অবশ্যই আর্টিকেলে টাইটেল দিতে হবে।এবং টাইটেলে ৫ থেকে ৯ টা শব্দের হতে হবে।পোস্ট টাইটেল পড়েই যেন পাঠক বুঝতে পারে আপনার পোস্টে কী আছে?কী,কীভাবে?,যেভাবে? কিংবা লিস্ট নির্ভর শব্দ পোস্ট টাইটেলে রাখা উচিত ।এতে পাথকরা আকৃষ্ট হয়।
বানান সম্পর্কে সচেতন থাকাঃ আপনাকে বাংলা আর্টিকেল লেখার সময় অবশ্যই বানান সম্পর্কে সচেতন থাকতে হবে।কারণ আর্টিকেলের মধ্যে বানান ভুল থাকলে পাঠক আপনার আর্টিকেল পড়তে আগ্রহী হবে না। আপনার ভাবমূর্তি নষ্ট হবে। আপনার সম্পর্কে পাঠকের একটি নেগেটিভ ধারনা তৈরি হবে। পরবর্তীতে সে হয়তো আর আপনার আর্টিকেল পড়তে আগ্রহী হয়ে উঠবে না।
প্রাথমিক ধারণা প্রদানঃ বাংলা আর্টিকেল লেখার শুরুতেই আপনার আর্টিকেল সম্পর্কে সংক্ষেপে পাঠকের সামনে সুন্দর ভাবে তুলে ধরুন।এতে পাঠক আপনার আর্টিকেল পড়তে আগ্রহী হয়ে উঠবে। প্রাথমিক ধারণা প্রদানের মাধ্যমে আপনি আপনার পাঠকের আকর্ষণ কে ধরে রাখুন। তার কাছে যেন মনে হয় যে সামনে আরো মজার কিছু আছে।
প্রমাণ সহ তথ্য প্রদানঃ বাংলা আর্টিকেল লেখার সময় মাঝে মাঝে প্রমাণ সহ তথ্য দেয়া উচিত।এবং অবশ্যই সেটি সঠিক হতে হবে।এতে পাঠকের আগ্রহ ও গুরুত্ব দুটোই বেড়ে যায়। এবং তার কাছে মনে হবে যে আপনি কিছু জানেন। এবং আপনার প্রতি তার ভালো ধারণা তৈরী হবে।
লাইনে অতিরিক্ত গ্যাপ প্রদান না করাঃ আর্টিকেল লেখার সময় খেয়াল রাখতে হবে লাইনে যেন অতিরিক্ত গ্যাপ না পড়ে।এতে আর্টিকেলের সৌন্দর্য নষ্ট হয় এবং পাঠক আগ্রহ হারিয়ে ফেলে। আর্টিকেল লেখার সময় কিছু নির্দিষ্ট নিয়মে গ্যাপ দেয়া লাগে। অবশ্যই আপনাকে সেই নিয়ম শিখে গ্যাপ দিতে হবে।
অপ্রয়োজনীয় ও অবান্তর কথাবার্তা না লেখাঃ আর্টিকেলের মধ্যে মূল বিষয়বস্তুর বাইরে অবান্তর কথা লেখা উচিত নয়।একই কথা বার বার লিখে বড় করা যাবে না।এতে পাঠক আগ্রহ হারিয়ে ফেলে এবং বিরক্ত হয়। এবং সে আপনার ওয়েবসাইটে আর বেশিক্ষণ থাকবে না। আপনার লক্ষ্যই হবে আর্টিকেলের মাধ্যমে ভিজিটরদের বেশি সময় নিয়ে ধরে রাখা।
সম্পূর্ণ ও স্বাভাবিক ভাবে আর্টিকেল লেখাঃ আপনাকে অবশ্যই সম্পূর্ণ ও স্বাভাবিক ভাবে আর্টিকেল লিখতে হবে।প্রত্যেকটি লেখায় কিছু স্বচ্ছ প্রমাণ প্রদান করতে হবে। এবং জেনে আপনার সঠিক জ্ঞান আছে সেই ব্যাপারে তথ্য প্রদান করুন। কোনভাবেও যেন পাঠকের কাছে মরে না হয় যে আপনি কিছুই জানেন না বা না জেনে লিখতে এসেছেন।
পয়েন্ট ব্যবহার করাঃ বাংলা আর্টিকেল লেখার মধ্যে অবশ্যই প্রয়োজন অনুযায়ী পয়েন্ট ব্যবহার করতে হবে।তার মানে এই নয় যে আপনি যেখানে সেখানে পয়েন্ট ব্যবহার করবেন।কোনো কিছুর শ্রণিবিভাগ, পার্থক্য,একটি প্যারাকে আরও সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য ভাগ করে বর্ণনা করার সময় ইত্যাদি জায়গায় আমরা পয়েন্ট ব্যবহার করব।
পোস্ট ফরমেটিং করাঃ বাংলা আর্টিকেল লেখার পর সেটিকে আরও সুন্দর দেখানোর জন্য লিখার এলাইনমেন্ট ও লেখার মাঝের ছবির এলাইনমেন্ট সেন্টার বা জাস্টিফাই ব্যবহার করা উচিত। এতে আপনার লেখাগুলো দেখে মনে হবে যেন বইয়ের লেখা। যা পাঠকের কাছে আপনার আর্টিকেলের মানকে বাড়িয়ে দিবে।
সূচিপত্র প্রদানঃ অবশ্যই বাংলা আর্টিকেল লেখায় শুরুতেই সূচিপত্র দিতে হবে।এবং এর নিয়ম হলো পোস্ট লেখা শেষে পোস্টের প্যারার শিরোনামগুলো কপে করে কন্ট্রোল ,শিফট ,ভি প্রেস করে আইডি নাম্বার যোগ করা।এতে সূচিপত্র টি দেখতে সুন্দর লাগবে।কোনো আর্টিকেলের সূচিপত্র দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কী কী আলোচনা করা হয়েছে এবং আপনার পছন্দের সূচিতে চাপ দিয়েই আপনার পছন্দের সূচিটি আপনি পড়তে পারবেন।
আরও পড়ুন সেকশন তৈরীঃ বিভিন্ন পোস্টের মধ্যে দেখা যায় যে ,অন্যান্য প্রাসঙ্গিন লিংক যুক্ত করে আরও পড়ুন সেকশন তৈরী করা থাকে।এরকম আপনি বেশ কয়েকটা লিংক যুক্ত করে পাঠককে বেশি সময় ধরে সাইটের মধ্যে আটকে দিতে পারেন।এতে আপনার ইনকাম বৃদ্ধি পাবে।
ইমেজ সোর্স লিংক করে ছবি দেয়া যাবে নাঃ বাংলা আর্টিকেল লাখার নিয়মের মধ্যে এটি একটি অন্যতম নিয়ম।আর্টিকেলের মধ্যে অনেকেই ছবি ডাউনলোড করে ছবির সোর্স লিংকিং করে ছবি দিয়ে থাকেন।যেটি একদমই করা উচিত নয়।কেননা সোর্স ওয়েবসাইটের মালিক যদি ছবিটি ডিলিট ক্রে দেয় তবে আপনার পোস্ট থেকেও ছবিটি ডিলিট হয়ে যাবে।
পোস্টের মধ্যে বাটন যুক্ত করাঃ পোস্টের শুরুতে একটে ভূমিকা বাটন ,পোস্টের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন লিংক দিয়ে বাটন তৈরী এবং শেষে যোগাযোগ বাটন দেয়া উচিত।যা আপনার আর্টিকেল্ কে অন্য লেভেলে নিয়ে যাবে এবং পাঠককে বেশি সময় ধরে রাখতে সাহায্য করবে।
ক্রিয়েটিভ কমনস এর মাধ্যমে ছবি সংযুক্ত করাঃ আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ কমনস এর মাধ্যমে ছবি দিতে হবে ।তা না হলে আপনার সাইট লক হয়ে যাবে। মনে করুন আপনি একটি পাখির ছবি নিবেন। বার্ড লোগো লিখে সার্চ দিয়ে ইমেজ থেকে টুলস এবং সেখান থেকে কমন লাইসেন্সে ক্লিক করে আপনাকে ছবি সংগ্রহ করতে হবে।
ডাউনলোড লিংক যুক্ত করাঃ অনেক পোস্টে দেখা যায় অন্য পেজের লিংক দিয়ে সুন্দর একটি ডাউনলোড করুন বাটন তৈরী করা থাকে।আপনি প্রয়োজন মনে করলে এরকমএকটি বাটন তৈরী করতে পারেন।তবে এরকম বাটন না দেয়াই ভাল।কারণ এতে পাঠক আপনার সাইট থেকে অন্য কারো সাইটে গিইয়ে সময় দিবে।আপনি চেষ্টা করবেন আপনার সাইটে পাঠককে ধরে রাখা।যদি অন্য সাইট টিও আপনার হয়ে থাকে তাহলে এরকম বাটন আপনি অবশ্যই যুক্ত করবেন।
ফিচার ইমেজ সংযুক্ত করাঃ আর্টিকেলের শুরুতে ভূমিকার পরে আপনার উচিত একটি প্রাসঙ্গিক সুন্দর ছবি দেয়া ।যা আপনার সাইটে পোস্টের শিরোনামে প্রদর্শন করবে এবং দেখতেও চমকপ্রদ লাগবে। পাঠকেরা শুধুমাত্র পড়তে না দেখতেও পছন্দ করে। তাই পাঠকের আকর্ষণ বাড়ানোর জন্য যুক্ত করতে হবে।
বেশি জটিল ভাষায় না লেখাঃ বাংলা আর্টিকেল লেখার নিয়মের একটি অন্যতম নিয়ম হলো ভাষা সহজ, সরল ও স্বাভাবিক করে লিখা।যেন পাঠক পড়ে সহজেই বুঝতে পারে।পাঠকই যদি বুঝতে না পারে তবে সেই আর্টিকেলের মান কমে যায়।তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে যেন সব পাঠক আপনার পোস্টের লেখা পড়তে পারে।
ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখাঃ সাইট ছাড়াও অনেকে অনেক জায়গা থেকে লেখা শেষে কপি করে সাইটে পোস্ট করে।যেটা একদমই উচিত না।কারণ এতে ফন্টের সাইজ পরিবর্তন হয়ে যায়।এবং ফরম্যাটিং সমস্যা দেখা দেয়।তাই অন্য কোথাও না করে আপনি চাইলে আপনার মূল সাইটে নিউ পোস্টে ক্লিক করে টাইটেল ছাড়াই লিখে রেখে ড্রাফট করে রাখতে পারেন।
প্যারাগ্রাফ শিরোণাম যুক্ত করাঃ আপনাকে অবশ্যই পুরো পোস্টটি ছোট প্যারা করে লিখতে হবে।প্যারাগ্রাফের শিরোণাম অবশ্যই সাবহেডিং ব্যবহার করতে হবে।যাতে পাঠকদের বুঝতে সুবিধা হয় কোথায় কী নিয়ে লেখা হয়েছে।প্রতিটি প্যারাতে ৩ থেকে পাঁচটি টি লাইন রাখা যাবে।বেশি লেখার প্রয়োজন হলে ২/৩ টি প্যারাতে ভাগ করে লেখা উচিত।কোন কিছুর বৈশিষ্ট্য বা সু্বিধা অসুবিধা বা শ্রেণিবিভাগ লেখার সময় আপনাকে অবশ্যই বুলেট আকারে লেখা উচিত।বুলেট আকারে লিখলে তা দেখতে সুন্দর লাগে।
আর্টিকেল লেখার সময় পাঠকের সাথে সম্পর্ক স্থাপনঃ বাংলা আর্টিকেল লেখার নিয়মের মধ্যে অন্যতম হলো পাঠকের সাথে সম্পর্ক স্থাপন।সেটি এখন আপনি কীভাবে করবেন?পোস্টে আমি,আপনির ব্যবহারের মাধ্যমে।এতা পাঠকের মনে আপনি তার সামনে বসেই কথা বলছেন।যেমন করে আমি এখন আপনার সাথে সম্পর্ক তৈরী করে কথা বলছি।
শিরোণামের সাথে ছবি যুক্ত করাঃ পাঠক শুধু পড়তেই পছন্দ করে না।তার সাথে প্রাসঙ্গিক ছবি দেখতেও পছন্দ করে।তাই আপনি লেখার মাঝে মাঝেই ছবি দিবেন।যেই ছবি আপনার পোস্টকে আরও অর্থবহ করে তুলবে।
কনটেন্টের বডিঃ বাংলা আর্টিকেল লেখার নিয়মের মধ্যে আর্টিকেলের বডি কেমন হবে সেই নিয়ম আমাদের অবশ্যই জানতে হবে।একটি পোস্টে কম করে ১০ টি প্যারা ও ৬০০ বা তার বেশি শব্দ ব্যবহার করা উচিত।
এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখাঃ একটি এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল আপনার আর্টিকেল কে অনেক উপরে নিয়ে যেতে পারে।বাংলা আর্টিকেল সবাই লিখতে পারলেও এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল সবাই লিখতে পারে না।এটি করার জন্য বিশেষ চর্চার দরকার।তাই অবশ্যই আপনাকে এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লিখা জানতে হবে এবং এটি বাধ্যতামূলক।
স্ক্রিনশট দেয়ার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার সময় পরীষ্কার ভাবে বোঝানোর জন্য অনেক সময় দেয়ার দরকার হয়।এটি দেয়ার সময় আমাদের খেয়াল রাখা উচিত যতটুকু দরকার ঠিক ততটুকুই দেয়া এবং নির্দিষ্ট স্থানে রেড মার্ক করা।এতে পাঠকের বুঝতে সুবিধা হবে। স্ক্রিনশট দেয়ার ফলে পাঠকের বুঝতে পারে যে আপনি আসলে কোন বিষয়ের কতটুকু বলতে চেয়েছেন।
এক কথায় স্ক্রিনশট দেয়ার নিয়ম মেনে আর্টিকেল লিখলে আর্টিকেলের মান অনেক বেশি পারে এবং দেখে মনে হবে যে যিনি আর্টিকেল লিখেছেন তিনি আসলে অনেক বেশি কিছু জানেন। এবং তার বোঝানোর ক্ষমতা অনেক বেশি বলে মনে করবে পাঠক।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ১
কিওয়ার্ড সিলেক্ট করা
বাংলা আর্টিকেল লিখার সময় অবশ্যই আপনার কীওয়ার্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।কারণ সঠিক কীওয়ার্ড আপনার বাংলা আর্টিকেল লিখাকে অন্য লেভেলে নিয়ে যাবে।কীওয়ার্ড হচ্ছে আপনার বাংলা আর্টিকেল লেখার সঠিক টপিক ।
আরেকটু সুন্দরভাবে বলা যায় যে ,সার্চ ইঞ্জিনে কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য জানার জন্য কয়েকটি শব্দ লিখে যখন সার্চ করি তখন সেই সম্পর্কিত ভিডিও বা লিখা গুগল আমাদের সামনে নিয়ে আসে।কারণ গুগল কমন শব্দগুলে ছেকে আলাদা করে নেয়।তাই বাংলা লেখার নিয়মে সঠিক কীওয়ার্ড নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড রিসার্চ করা
আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে।কারণ আপনি যদি চান যে আপনার পোস্ট ১ নাম্বার র্যাংকিং এ থাকুক তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে।কিছু ফ্রী টুলস আছে যেগুলো আপনাকে কিওয়ার্ড রিসার্চে সাহায্য করবে।সেগুলো হলোঃ
- ১ কিওয়ার্ড জেনারেটর
- ২ গুগল কিওয়ার্ড প্ল্যানার
- ৩ Ahrefs
ফোকাস কিওয়ার্ড
আপনি আপনার পোস্টে কমকরে একবার এবং সর্বোচ্চ ৩ বার ফোকাস কিওয়ার্ড নির্বাচন করুন।সেটি যেন সারা পোস্টে ১০/১৫ বার থাকে।তাহলে পাঠকরা সেটি সার্চ করলে আপনার পোস্টটি সামনে আসবে।
তার জন্য অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে।ফোকাস কিওয়ার্ড আপনি ইংরেজি এবং বাংলা দুইভাবেই রাখতে পারেন।যেমন এসইও ।এটি ইংরেজী বাংলা দুইভাবেই লেখা যায়।এবং দুইভাবেই যদি আপনি লিখেন তাহলে পাঠকরা দুইভাবেই আপনার পোস্টটি সার্চ করে দেখতে পারবে।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ২
- ১ পোস্ট টাইটেল এবং মেটা টাইটেল সংযুক্ত করা
- ২ ইন্টারলিংক এবং এঙ্কর টেক্সট
- ৩ পার্মালিঙ্ক স্টপওর্য়াড
- ৪ পাঠক জিজ্ঞাসা
- ৫ আর্টিকেলের দৈর্ঘ্য
- ৬ কনটেন্টের টাইপ ইত্যাদি
বাংলা আর্টিকেল লাখার নিয়ম ৩
- ১ আর্টিকেল কমেন্ট যুক্ত করা
- ২ আপনার মতামত প্রকাশ
- ৩ শেষ কথা বা উপসংহার দেয়া
শেষ কথা: বাংলা আর্টিকেল লেখার নিয়ম
আশা করছি আমার বাংলা আর্টিকেল লেখার পোস্টটি অনেক ভাল লেগেছে। আমি উপরে উল্লেখিত নিয়ম গুলো মেনে বাংলা আর্টিকেল লিখে থাকি। এবং আমি মনে করি এই সেক্টরে দ্রুত ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে উপরে উল্লেখিত নিয়ম গুলি মেনে বাংলা আর্টিকেল লিখতে হবে। তবেই আপনি দ্রুত ইনকাম শুরু করতে পারবেন
বাংলার আর্টিকেল আপনি চাইলে পনেরশো শব্দের লিখতে পারেন,আবার ২০০ শব্দেরও লিখতে পারেন, আবার ৩০০০ শব্দেরও লিখতে পারেন। যতগুলো শব্দ দিয়ে লিখেন না কেন অবশ্যই আপনাকে বাংলা আর্টিকেল লেখার নিয়ম মেনে নিতে হবে।আপনি চাইলে কমেন্টে আনার মতামত জানাতে পারেন।অথবা নিচের দেয়া যোগাযযোগ বাটনে ক্লিক করে যোগাযোগ করতে পারেন।
রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url