দুবাই লটারি কিভাবে কিনব ও এর নীতিমালা
আপনি যদি দুবাইতে বসে থেকে লটারি কিনতে চান সেক্ষেত্রে নিয়ম নীতিমালা রয়েছে। সেজন্য আপনাকে আপনার কিছু নির্ধারিত তথ্য ও ছবি প্রদান করতে হবে। এবং আরো বিস্তারিত জানতে পুরোটা পড়ুন। এই লটারি কেনা অনেকের কাছে স্বপ্নের মত।
সূচিপত্রঃ দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কিনব? লট্টস অনলাইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন আর দাঁড়িয়ে আপনাকে লটারি কিনতে হবে না। এটি খেলার জন্য আপনাকে কোন শারীরিক ক্রিয়া প্রতিযোগীতায় নামতে হবে না। এমনকি এখানে আপনার কোন অভিজ্ঞতার ও প্রয়োজন নেই। আপনি যদি ১৮ বছর পার করে আসেন তাহলে আপনি এটি খেতে পারবেন।বর্তমানে আপনি তাদের দেয়া ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই লটারি কিনতে পারবেন। এই এই লটারি অনুষ্ঠিত হয় আবতাবের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে।
প্রতি মাসে এই লটারি অনুষ্ঠিত হয়ে থাকে। কেউ যদি মনে করে যে সে অনলাইনে নয় অফলাইনের মাধ্যমে কিনবে। তাহলে সেই সুযোগ রয়েছে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনি আপনার বউর বিয়ে এবং তাদের দেয়া নির্ধারিত তথ্য ও পাসপোর্ট নাম্বারের মাধ্যমে কিনতে পারেন। সাইটের নাম হলো Dubai duty free website and Big ticket website. এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার নাম ঠিকানা সহ তারা আরো অনেক কিছু জানতে চাইবে সেগুলো আপনাকে পূরণ করে দিতে হবে।
এবং টিকিট কেনার ২৪ ঘন্টার মধ্যে আপনার মেইলের মাধ্যমে টিকিটের সব খবর আপনি পেয়ে
যাবেন। আপনি যদি অফলাইনে কিনতে চান তাহলে আবুধাবি বিমানবন্দর থেকে অথবা গোয়েফাত
থেকে অথবা আবুধাবি শহর থেকে খুব সহজে টিকিট কিনে নিতে পারবেন। এই লটারি
টিকিটগুলোর দাম সর্বোচ্চ 500 দিরহাম হয়ে থাকে। এর বেশিও রয়েছে। কেউ যদি একই
দামের দুইটি টিকিট কিনে থাকে তাহলে ৩ নাম্বার লটারি টিকিট সে বিনামূল্যে পাবে।
আপনি যদি বিজয়ী হয়ে থাকেন তাহলে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস থেকে
আপনাকে আপনার পুরস্কার বুঝিয়ে দেবে। এবং অবশ্যই তাদের চাওয়া বিভিন্ন ডকুমেন্ট
আপনাকে জমা দিতে হবে। সেগুলো যদি তাদের কাছে ঠিক মনে হয় তাহলে আপনাকে আপনার
উপহার বুঝিয়ে দিবে। এই প্রক্রিয়াটি মোটামুটি সহজ বলা যায়। দুবাই লটারি
সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
দুবাই লটারি কেনার প্রতিষ্ঠানের মালিকের নাম
দুবাই লটারি কেনার প্রতিষ্ঠানের মালিকের নাম জিসা জু। এটি মূলত একটি চায়না কোম্পানি। তিনি একজন চীন দেশের নাগরিক এবং দুবাইতে এসে এই প্রতিষ্ঠানের জন্য ১৩২ মিলিয়ন দিরহাম ইনভেস্ট করেছেন। এটি শুরু হয় ২০২২ সালের ২৫শে মে। এর মাধ্যমে সে নিজেও অনেক লাভবান হচ্ছে। কারণ আপনার মত অনেকেই অনেক রকমের দাম দিয়ে মানুষ লটারি কিনে থাকে।
কিন্তু সবাই তো আর সেটা দিতে লাভবান হতে পারে না। ফলে সাধারণ মানুষের থেকে থেকে লাভের পরিমাণটা তাদেরই বেশি। কিন্তু যার কপাল খুলে যায় সে লটারির মাধ্যমে কোটিপতি বা অনেক বেশি লাখপতি হয়ে যেতে পারে। সেই লিস্টে আপনিও থাকতে পারেন মোবাইলে কেনার মাধ্যমে। দুবাই লটারি কিভাবে কিনব আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন।
দুবাই লটারির দাম কত
দুবাই লটারির দাম কত? দুবাই লটারির দাম নিয়ে বাংলাদেশীদের মনে অনেক দ্বিমত রয়েছে। আপনি এটি নিশ্চিতভাবে জানতে চাইলে তাদের ওয়েবসাইট অথবা দুবাইতে থাকা আপনার কোনো পরিচিত কারো মাধ্যমে জানতে পারেন। আপনি যদি এক হাজার দিরহামের একই টিকিট কিনে থাকেন তাহলে সেখান থেকে এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রবাসী লোন কিভাবে পাওয়া যায় ২০২৫ বিস্তারিত জানুন
এবং এটিকে সাধারণত ডিউটি ফ্রি টিকিট বলা হয়ে থাকে। আপনি যদি 500 দিরহামের একটি টিকিট কিনে থাকেন তাহলে সেখান থেকে আপনার একটি গাড়ি জেতার সম্ভাবনা রয়েছে। আপনি যদি দুবাইয়ের একটি বিগ টিকিট কিনতে যান সে ক্ষেত্রে ৫০০ দিরহাম খরচ করতে হবে। ও এর মাধ্যমে আপনি একটি বাই টু গেট ওয়ান ফ্রি এর অফার পাবেন। এছাড়া আপনি ১০০ দিরহামের ছোট ছোট লটারি কিনতে পারবেন।
লটারি খেলা আসলে কী
লটারি খেলা আসলে কী? দুবাই লটারি খেলা পরিচালনা করার জন্য তাদের একটি নির্ধারিত প্ল্যাটফর্ম রয়েছে। এটি খেলার জন্য আপনাকে লটারির বিভিন্ন প্রকারভেদ গুলো বেছে নিতে হবে। সেখানে আপনি দুই ধরনের লটারি খেলার সুযোগ পাবেন। একটি ফ্রি লটারি যার পুরস্কার এক মিলিয়ন ডলার। এবং আরেকটি হলো দুবাই বিগ লটারি। দুবাই লটারি কেনার জন্য আপনি সরাসরি বিমানবন্দরে গিয়েও কিনতে পারেন।
এটি আপনাকে ৫০০ দিলাম খরচ করে কিনতে হবে। এর মাধ্যমে আপনার অনেক বড় অংকের
অ্যামাউন্ট জেতার সুযোগ রয়েছে। এবং পূর্বে অনেক বাংলাদেশী এই লটারি জেতার
মাধ্যমে কোটিপতি হয়ে গেছে। তাই আপনার জন্য কোটিপতি হবার রয়েছে সুবর্ণ সুযোগ।
আপনার ভাগ্য যদি খুলে যায় তাহলে এরকম একটি টিকিট কেনা হয়ে যেতে পারেন
আপনিও কোটিপতি।
দুবাই লটারি খেলা বলতে মূলত শারীরিক কোনো খেলাকে বোঝানো হয়নি। এখানে টিকিট
ক্রয়কেই দুবাই লটারি খেলা বলা হয়েছে। এবং এই দুবাই লটারি কেনা কতটা ধর্মের দিক
থেকে সঠিক এবং যুক্তিযুক্ত অবশ্যই আপনাকে ভালোভাবে কোন ইসলামিক জ্ঞান সম্পন্ন
লোকের কাছ থেকে জেনে নিতে হবে। কারণ দিন শেষে আমরা সবাই একদিন মৃত্যুবরণ করবো।
তাই অবশ্যই আপনাকে লটারি সম্পর্কে ধর্মীয় ভাবে নিশ্চিত হতে হবে।
দুবাই লটারির প্রকারভেদ
দুবাই লটারির প্রকারভেদ রয়েছে। কেনার আগে অবশ্যই আপনাকে সেগুলো জানতে হবে। এবং এই দুবাই লটারির প্রকারভেদ নিয়ে অনেকের অনেক রকমের মতামত রয়েছে। অবশ্যই দুবাই লটারি কেনার আগে আপনার জানা উচিত যে সেখানে কয় ধরনের লটারি কিনতে পাওয়া যায়। তাহলে আপনার জানতে সুবিধা হবে যে আপনার জন্য কোনটা কিনা ভালো এবং কোনটি আপনি কিনতে চাচ্ছেন। এবং ডিউটি ফ্রী টিকিট। এবং বিগ টিকিট। কয়েকটি দুবাই টিকিটের নাম নিচে উল্লেখ করা হলো। তবে এর বাইরে আরো রয়েছে। তবে সাধারণত এগুলোই বেশি কেনা হয়।
- Dubai Duty Free Lottery
- Big Ticket Lottery
- Arabian Raffles
- Emirates Lottery
- Charity Lottery
এই লটারি কেনা হালাল নাকি হারাম
এই লটারি কেনা হালাল নাকি হারাম? লটারি কেনা হালাল নাকি হারাম এই প্রশ্ন নিয়ে অনেক মতভেদ রয়েছে। কিন্তু আমি যদি এক কথায় সরাসরি বলতে চাই তাহলে সাধারণত লটারি কেনা জেতার পরে সেখান থেকে প্রাপ্ত অর্থ বা পুরস্কার যাই হোক না কেন সেটি সম্পূর্ণরূপে হারাম। তারপরও অনেকে বলে থাকেন যে ইসলামী নিয়ম অনুযায়ী এটি এটি কেনার নাকি কিছু শর্ত রয়েছে।
আরও পড়ুনঃ কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত
ইসলামে শরিয়া মোতাবেক লটারি খেলাকে জুবা খেলার সাথে তুলনা করা হয়েছে। তবে কোন
ইনভেস্টমেন্ট যদি কোনো জনস্বার্থে অথবা ভালো কোন নিয়তে লটারির ব্যবস্থা করা হয়
তাহলে সেটিই হারাম নয়।। কারণ একসাথে যখন অনেকগুলো টিকিট কেনা হয় তখন সবাই সেখান
থেকে সবাই লাভবান হতে পারে না। ফলে চার-পাঁচজন ছাড়া বাকি সবার টাকাটা পানিতে
গিয়ে পড়ে।
আপনি কিভাবে লটারির ফলাফল জানবেন
আপনি কিভাবে লটারির ফলাফল জানবেন? আপনাকে অবশ্যই লটারী নিয়ম নীতি মেনেই কিনতে হবে। লটারি কেনার তেমন কিছু পদ্ধতি রয়েছে ঠিক সেরকম এর ফলাফল জানানোর কিছু নিয়ম নীতি রয়েছে। সাধারণত লটারি কেনার সময়ে এর ফলাফল জানানোর তারিখ দিয়ে দেয়। এবং বলা হয়ে থাকে যে সেই দিন ফলাফল জানিয়ে দেয়া হবে।
সাধারণত ফলাফল কেনার সময় আপনার দেয়া নির্দিষ্ট ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। এবং বলতে গেলে প্রতি মাসেই লটারি ফলাফল জানানো হয়ে থাকে এবং অন্য টিকিটের ফলাফল মাসের শেষে জানানো হয়ে থাকে। এছাড়াও বিজয় প্রাপ্ত মানুষদেরকে তাদের প্রাপ্ত সংস্থা থেকে লোক পাঠিয়ে দেয়া হয়ে থাকে। এছাড়াও আপনি বিস্তারিত লটারি ক্রয়ের সময় আরো জানতে পারবেন। তাছাড়া ইমেইল তো থাকবেই।
টিকিট কেনার শর্সতমূহ
টিকিট কেনার শর্সতমূহ রয়েছে। সে শর্ত অনুযায়ী আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এবং সেসব শর্ত অনুযায়ী আপনি লটারির মাধ্যমে টাকা পাবেন। এর বাইরেও লটারি লটারি কেনার জন্য আরো বিশেষ কিছু শর্ত রয়েছে। যদিও সে শর্তগুলো তেমন একটা কঠিন নয়। নিয়ম-নীতির মধ্যে থেকে লটারি ক্রয়ের শর্তাবলী তারা তৈরি করে রেখেছে। আপনি একটি টিকিট অনেকের নামে কিনতে পারবেন না। অর্থাৎ একটি লটারি শুধুমাত্র একজন ব্যক্তির নামে কিনতে পারবেন।
সেটা আপনি নিজে হন বা অন্য কারো জন্য।দুবাই লটারি একবার ক্রয় করা হয়ে গেলে সেটি আর ফেরত দেয়া যাবে না। এবং কোন কারণ দেখিয়েও আপনি বাতিল করতে পারবেন না। এবং নির্দিষ্ট সময়ে লটারি ড্রয়ের জন্য একটি বৈধ টিকিট লাগবে।অবশ্যই লটারি কেনার আগে আপনাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। বাকি রেখে লটারি কেনা সম্ভব নয়। এবং একবার ফলাফল দিয়ে দিলে আপনি সেটিকে আর পরিবর্তন করতে পারবেন না। এবং লটারি থেকে প্রাপ্ত টাকা বা অন্য কিছু শুধুমাত্র বিজয়ের হাতেই তুলে দেয়া হবে। অন্য কারো কাছে সেটি দেয়া হবে না।
লটারি কেনার কিছু নীতিমালা জানুন
লটারি কেনার কিছু নীতিমালা জানুন। প্রত্যেকটি কাজে কিছু না কিছু নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে কোন কাজে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই শৃঙ্খলা ও নিয়ম রক্ষার জন্য নীতিমালার গুরুত্ব সবসময় বেশি। সেই জন্য দুবাই বাসীরা লটারি ক্রয়ের ক্ষেত্রেও কিছু নীতিমালা আরোপ করে রেখেছেন। যা তাদের সার্থকেও অক্ষন্ন রেখেছে। দুবাই লটারি কেনার নীতিমালার মধ্যে একটি হল আপনি আবেদন করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
অনেকের কাছে কথাটি হাস্যকর মনে হবে কিন্তু সত্যি কথা হলো দুবাই লটারি কিনতে গেলেও
যোগ্যতা লাগে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সে কেউ এই টিকিট ক্রয় করতে পারবে না। এবং
দুবাই লটারি কেনার জন্য আপনাকে অবশ্যই আপনার তথ্য দিতে হবে। তথ্যের মধ্যে আপনার
ইমেইল ঠিকানা নাম ইত্যাদি দিতে হবে। এবং দুবাই লটারি কেনার কাজের সাথে যে
সকল সংস্থা বা মানুষজন জড়িত রয়েছে তারা এই টিকিট কিনতে পারবে না।
লেখকের মন্তব্য: দুবাই লটারি কিভাবে কিনব
বর্তমানে দুবাই একটি বিলাসবহুল ধনী দেশ। এই ধনী দেশে অনেক রকমের কর্মকান্ডে ঘটে
থাকে। তার মধ্যে দুবাই লটারি একটি অন্যতম। এর ফলে অনেক বাংলাদেশীর কোটিপতি
হওয়ার খবর রয়েছে। এবং এই তথ্যটি সম্পূর্ণ সত্য। বিশেষ করে যারা দুবাইতে থাকে
তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। যদিও এটি একটি জুয়া খেলা
অর্থাৎ ধর্মীয়ভাবে যদি চিন্তা করি তাহলে এটাই আমাদের জন্য হারাম। এর ফলে যারা
লটারি জিততে পারে না তাদের অনেক টাকা নষ্ট হয়ে যায়। এবং দেখা যায় তারা একবার
নয় বারবার কিনে টাকা অপচয় করে থাকে। যা একরকম ধোঁকা। অর্থাৎ এই প্রক্রিয়ায়
লটারি কেনার সাথে তারা জড়িত তাদের লাভের সংখ্যাটাই অনেক বেশি। কিন্তু তার ভাগ্য
খুলে যায় সে জিতে যাইইয়।
রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url