টার্মস এন্ড কন্ডিশন
১)আমার ওয়েবসাইট টি কী?
এটি মূলত একটি ব্লগ ওয়েবসাইট।
২)সাধারণ টার্মস
আমার লেখা সাধারণত সকলের জন্যই উন্মুক্ত।আমার ওয়েবসাইটে ব্যবহৃত সকল টিপস এন্ড
ট্রিকস ,তথ্য সকলে নিজ দায়িত্বে ব্যবহার করুন।কোনও ধরণের ক্ষতির দায়ভার আমি (রওশন
আরা কলি) নিব না।
[যদিও সকল কিছু বেশ যাচাই বাছাই এর পরই পোস্ট করা হয়ে থাকে]
৩)কপিরাইট নীতি
১.এই ওয়েবসাইটে প্রকাশিত সকল পোস্ট বা পেইজের অধিকারী একমাত্র আমি(রওশন আরা কলি)।তাই এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো কিছুই কপি করে অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২.এই ওয়েবসাইটে প্রকাশিত পোস্ট গুলি পুষ্টি,ধর্মীয়,ঐতিহাসিক,প্রাকৃতিক ইত্যাদি নির্ভর হবার কারণে এবং তথ্যগুলো যেহেতু বিভিন্ন সোর্স থেকে জেনে বুঝে ,নিশ্চিত হবার পর লিখা হয়েছে ।তাই মুল বিষয় বস্তু বা কথাগুলি কোনো ক্ষেত্রে মিলে যেতেও পারে আপনার সাথে।
৪)গোপনীয়তা নীতি
আমার ওয়েবসাইটে প্রবেশ করানো আপনার সকল তথ্য (যেমন নাম,ঠিকানা,লিংক,মোবাইল নাম্বার,ওয়েবসাইট লিংক ইত্যাদি)সুরক্ষিত রাখা হয়।কিন্তু ১০০%সুরক্ষার দায়ভার আমার না বা আমি দিয়ে থাকি না।
৫)কমেন্ট পলিসি
১.আমার ওয়েবসাইটের কোনো পোস্ট বা পেইজে কমেন্ট করতে চায়লে ,শুধুমাত্র ওই পোস্ট বা পেইজ সংক্রান্ত কিছু জানার বা বলার থাকলে আপনার মন্তব্য টি করুন।অপ্রাসঙ্গিক কিছু লিখা থেকে বিরত থাকুন।
২.যে পোস্ট বা পেইজে আপনার মূল্যবান মন্তব্য টি করতে চান শুধুমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট বিষয়ে আপনার ভাল লাগা প্রকাশ বা গঠনমূলক সমালোচনা করুন।
৩.পোস্ট বা পেইজের বাইরে অতিরিক্ত,বাড়তি,অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।
৪.কোনো রকম অশালীন,বিজ্ঞাপনমূলক,অশ্রাব্য ও আক্রমনাত্বক মন্তব্য করা থেকে দয়া করে বিরত থাকুন।
৫.আপনার যদি কিছু বলার বা অভিযোগ বা পরামর্শ থাকে তাহলে আমার যোগাযগ পেইজ ব্যবহার করুন।
৬)আমার নীতিমালা এবং নিয়ম অন্য় ব্যাপারে আপনার একমত প্রসঙ্গে
আমার ওয়েবসাইটে প্রকাশিত সকল গোপনীয়তা ,নীতিমালা বা অন্য যে কোনো বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত বা অভিযোগ থেকে থাকে তাহলে আমার যোগাযোগ পেইজে যোগযোগ করুন।
ধন্যবাদ😊
রওশন ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url